জানালা দিয়ে ভাই দেখলেন ভাইয়ের গলায় ফাঁস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

ফ্যানের সঙ্গে ঝুলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আতিকুর রহমান খান (২৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের (২০১২-১৩) শিক্ষার্থী ছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

আতিকুর রহমান খান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বাবা মোশাররোফ হোসেন খান এবং মা সুলতানা আশরাফী খানমের দ্বিতীয় সন্তান ছিলেন আতিক।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ৩৫৭/এ রুমে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার আতিকুর রহমানের ভাই আশিক আরমান খান বাপ্পী ও তার স্ত্রী ক্যাম্পাসে ঘুরতে আসেন। আতিক তার ভাই ও ভাবিকে নিয়ে সেদিন ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন ও ফেসবুকে রাতে ছবি আপলোড করেন।

শনিবার সকালে আতিককে বার বার ফোন দিয়ে না পেয়ে হলে চলে যান ভাই আশিক আরমান খান। হলে গিয়ে আতিকের রুম ভেতর থেকে লাগানো দেখেতে পান।

এরপর জানালা দিয়ে দেখেন আতিক গলায় দড়ি লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে আশপাশের শিক্ষার্থীদের সহযোগিতায় আতিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার ফাহমিদা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের ওসি মাহমুদুল হাসান বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবেও বলে জানান তিনি।

মো. শাহীন সরদার/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।