মাটিরাঙ্গা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

সোমবার বেলা ২টার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. সাদ্দাম হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কোয়াটার পাড়ার বাসিন্দা মো. আবদুল হাকিমের ছেলে।

গ্রেফতার মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন।

তবে বিএনপির পক্ষ থেকে বিনা অপরাধে ছাত্রদল সভাপতি মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতারের অভিযোগ করা হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বিনা অপরাধে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।