ছাত্রলীগের পদ বঞ্চিতদের হামলায় সভাপতিসহ আহত ৪


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২০ জুলাই ২০১৫

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদ বঞ্চিতদের হামলায় নতুন কমিটির সভাপতিসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের কালিবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি রুহুল আমীন রুবেল, জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক, ব্যবসায়ী রিপন বিশ্বাস ও মিলন সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার খবরে বিক্ষোভে ফেটে পড়ে এই কমিটির পদ বঞ্চিতরা। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমানের নেতৃত্বে পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিকের কালিবাড়ি সড়কের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা চালায়।

এ সময় তারা শফিকুল ইসলাম শফিক, ব্যবসায়ী রিপন বিশ্বাস এবং মিলন সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এই সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক রুহুল আমীন রুবেলকে আহত করে তারা। গুরুতর আহত তিনজন রুহুল আমীন রুবেল, রিপন বিশ্বাস ও মিলন সিকদার ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে পদ বঞ্চিত নেতাকর্মীরা শহরের ফায়ার সার্ভিস মোড় ও চাঁদকাঠি চৌমাথার মোড়ে সড়ক অবরোধ করে মিছিল করে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব জানান, `উত্তেজনা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।`

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর পরে ঝালকাঠি জেলা, শহর ও সদর থানা ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হয় সোমবার। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও সাবেক যুগ্ম সম্পাদক এসএম আল-আমিনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের ১২১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।