প্রশ্নপত্র ফাঁস, দুই শিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই প্রাইভেট শিক্ষককে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবাড়ী এলাকা থেকে শিক্ষক শহিদুল ইসলাম ও রাসেল পারভেজকে আটক করা হয়েছে।

আটক শহিদুল ইসলাম বাগবাড়ী এলাকার সোহরাব সিকদারের ছেলে, অপর শিক্ষক রাসেল পারভেজ একই এলাকার সেকান্দার আলীর ছেলে।

দুই শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, আজকে অনুষ্ঠিত এসএসসির ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষার শুরুতেই বাগবাড়ী এলাকায় মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে প্রশ্নপত্র লেনদেন করার সময় শহিদুল ইসলাম ও রাসেল পারভেজকে আটক করা হয়।

আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র আর ম্যাসেজে পাঠানো প্রশ্নপত্রের মিল পাওয়ায় তাদের আটক করা হয়। আটক শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।