মুন্সীগঞ্জে তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গলায় ফাঁস দেয়া ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সোনা রং ইউনিয়নের পুড়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টংগীবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, মেয়েটির মরদেহ গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস দেয়া এবং পায়জামা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর মেয়েটিকে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।