বাইসাইকেল পেলেন তিন সাহসিকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের উদ্যোগে শনিবার বিকেলে সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় স্কুল পড়ুয়া তিন কন্যা সাহসিকার মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

বিকেলে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণির ছাত্রীদের নিয়ে অপরাজিতা বনাম অনন্যা একাদশ নামে ফুটবল প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অপরাজিতা একাদশকে অনন্যা একাদশ ১-০ গোলে পরাজিত করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

খেলার বিরতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফারিয়া আক্তার, সদরের এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ভাবনাকে ‘কন্যা সাহসিকা’ নামে একটি করে বাইসাইকেল তুলে দেন। খেলা শেষে বিজয়ী অনন্যা দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য বিকাশ গোস্বামী, আনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আমেনা পারভীন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলম, মির্জাপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান ও টাঙ্গাইল জেলা নারী ফুটবল দলের টিম ম্যানেজার কামরুন নাহার খান মুন্নি উপস্থিত ছিলেন।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।