ফারুক হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ মার্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সেই সঙ্গে এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ মার্চ ধার্য করেন আদালত।

রোববার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে বিচারাধীন এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে অসুস্থতার কারণে আমানুর রহমান খান রানা এমপিকে আদালতে হাজির না করায় চারবার এ মামলার সাক্ষ্যগ্রহণ পেছানো হয়।

এ প্রসঙ্গে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান জানান, আদালতের বিচারক আবুল মনছুর মিয়া সকাল ১১টায় এ হত্যা মামলার কার্যক্রম শুরু করেন। রাষ্ট্রপক্ষ মামলার বাদী নাহার আহমেদ, ছেলে আহমেদ মজিদ সুমন ও মেয়ে ফারজানা আহমেদ মিথুনের হাজিরা দাখিল করেন।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সকাল সাড়ে ৯টায় আদালতে আনা হয়।

এ মামলার বাদী নাহার আহমেদের সাক্ষ্যগ্রহণ নেয়া হয়। তার সাক্ষ্য শেষে বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকি বাদীকে জেরা শুরু করেন। জেরা অসমাপ্ত থাকা অবস্থায় আদালত মুলতবি ঘোষণা করা হয়। পরবর্তী ধার্যকৃত সাক্ষ্যগ্রহণের দিনে বাদীর অসমাপ্ত জেরা শেষে অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল পৌর শহরস্থ কলেজ পাড়ায় হত্যার শিকার হন ফারুক আহমদ। এতে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হলেও বাকি ১০ আসামি পলাতক রয়েছেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।