৪ মণ জাটকাসহ ৯ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার মণ জাটকাসহ ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার ভোর ৫টা থেকে লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বেলা ১১টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে আটক ৯ জেলেকে সাজা দেন।

আটকরা হলেন- মো. জিলানী (৪০), সুন্নত দাস (৩০), মো. ওসমান গনি (৩৫), মো. ওবায়দুল (২৫), মো. আবু সাঈদ (৩২), মো. মাঈন উদ্দিন (৩২), মো. মনির (৪০), মো. আবুল কায়েস (৫০) ও মো. খলিল (৪৫)।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ জানান, নৌ পুলিশের একটি টিম ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জালসহ চার মণ জাটকা জব্দ করেছে। এ সময় ৯ জেলেকে আটক করা হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন জানান, জাটকা ইলিশ নিধনের অপরাধে ৯ জেলের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এছাড়াও ১ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।