ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৫১ জন গ্রেফতার
ঝিনাইদহে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় সন্ত্রাস ও নাশকতাবিরোধী পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযানকালে হরিনাকুণ্ডু উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
আহমেদ নাসিম আনসারী/এমএএস/আইআই