গলাচিপায় দুই শিক্ষকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীর গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করার দায়ে দুই প্রধান শিক্ষককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র শীল ও পানখালী পাঞ্জাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম মাঝি।

কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানবিষয়ক পরীক্ষা চলাকালীন সময়ে দুই প্রধান শিক্ষক বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তাদের হাতে মোবাইল ফোন থাকার কারণে তাৎক্ষণিক আটক করে সাজা দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ বলেন, পরীক্ষা চলাকালে ওই দুই শিক্ষকের হাতে মোবাইল ফোন থাকার দায়ে তাদেরকে কারাদণ্ড দিয়ে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।