বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু
ছবি-ফাইল
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফরিদ মল্লিক (৪৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ মৎস্য ঘেরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফকিরহাট উপজেলা মানসা বাহিরদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মজিদ মল্লিকের ছেলে মো. ফরিদ মল্লিক ফরিদ মল্লিক দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
শওকত আলী বাবু/এএম/জেআইএম