সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সভাপতি এবং দানিউল হক মোল্লা পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস তাদের নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে সকালে পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনা হেনা ও যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমনা রেশমা প্রমুখ।

দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

এ সময় কাউন্সিলরদের প্রস্তাবে ও সমর্থনে হেলাল উদ্দিন সভাপতি ও দানিউল হক মোল্লা পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।