কুয়াশা কাটিয়ে শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার প্রভাব কাটলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টার দিকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যাবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, ভোরে কুয়াশা বাড়তে থাকলে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মার বিভিন্ন পয়েন্টে ছোট বড় ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার প্রভাব কাটতে থাকলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় নোঙর করা ফেরিগুলোও স্ব স্ব গন্তব্যে চলে যায়।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর