প্রেরণা থেকেই দাবি উঠেছে ‘জাতিসংঘে বাংলা চাই’
জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবিতে পটুয়াখালীতে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের দরবার হলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.ডটকম-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান বলেন, বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তব্য দিয়ে বাংলাকে বিশ্বে অনন্য করেছেন। বাংলা ভাষার এমন গৌরবময় ইতিহাসের পথ ধরেই আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে, মিলেছে প্রেরণাও। আর এ প্রেরণা থেকেই দাবি উঠেছে ‘জাতিসংঘে বাংলা চাই’। জাগোনিউজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দাবি বাস্তবায়নের লক্ষে অনলাইনে ভোটিং কার্যক্রমে অংশহগ্রহণের জন্য সব মহলের প্রতি তিনি আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত বলেন, আমাদের দাবি, জাতিসংঘে যেন আমাদের মায়ের ভাষাকে সুমহান মর্যাদা দেয়া হয়।

পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী বলেন, বিশ্বে একমাত্র বাংলাকেই আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছে। ইতোমধ্যে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সুতরাং এটা আমাদের ন্যায্য দাবি। তাই অবিলম্বে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানাই।
বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আব্দুস সালাম আরিফ বলেন, এ দাবি উঠুক সর্বত্র। আমরা তরুণরাই এ দাবিতে সোচ্চার হতে পারি সবার আগে। আমরা আমাদের ভাষার সম্মানে দাবি না তুললে, অন্যের ওপর তো ভরসা রাখতে পারি না।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, জেলা মহিলা লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ড. জসিম উদ্দিন মুকুল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারিযা, সহকারী কমিশনার তানিয়া ফেরদৌসি, জেলা কালচারাল অফিসার কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যে কোনো ব্যক্তি তার নাম এবং ই-মেইল অথবা মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন (দাবির প্রতি একাত্মতা) করতে পারবেন। আবেদন করার লিংক www.jagonews24.com/makebanglaofficial
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর