‘জাতিসংঘে বাংলা চাই’ তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান
বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে সিরাজগঞ্জে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।
ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের বটমূলে অনলাইন আবেদনের মাধ্যমে অধ্যক্ষ মো. মনোয়ার ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।
দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ ব্যুরো প্রধান হেলাল আহমেদ, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাগো নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু।
এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এসএম মনোয়ার হোসেন বলেন, বাংলা ভাষা গৌরবের ইতিহাস। জাতিসংঘের কাছে আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম ভাষা হিসেবে অনুমোদন দেয়া হোক। জাগো নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে এর সঙ্গে আমি একমত পোষণ করে অনলাইনের মাধ্যমে ভোট দিচ্ছি। সেইসঙ্গে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ভোট দেয়ার আহ্বান জানান।

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল-১ হেলাল উদ্দিন বলেন, একমাত্র বাংলা ভাষার জন্যই বাঙালিদের রক্ত ঝরেছে। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। ইতোমধ্যেই জাতিসংষে বাংলা ভাষাকে দাপ্তরিক হিসেবে স্বীকৃতির জন্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জাতীয় সংসদে এ বিষয়ে প্রস্তাবও গৃহিত হয়েছে। তাই আমিও চাই জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা।
দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বিশ্বের প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এ কারণে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা। আমরা চাই সব দাপ্তরিক ভাষা যেন বাংলা হয়। জাগো নিউজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বাংলা ভাষার দাবি আদায়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এসএ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, দৈনিক যায়যায়দিনের সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক খোলাকাগজ ও পরিবর্তন ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি দিলীপ গৌড়, সময় টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুন্ডু, ডেইলি অবজারভার ও বণিক বার্তার সিরাজগঞ্জ প্রতিনিধি অশোক ব্যানার্জী, অর্থনীতি প্রতিদিন সিরাজগঞ্জ প্রতিনিধি ও বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, চ্যানেল নাইনের সিরাজগঞ্জ প্রতিনিধি সুজিত সরকার ও সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহরিয়ার শিপু প্রমুখ। এছাড়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করা হয়। ভাষার মাসজুড়ে চলবে এ আয়োজন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর