শহীদদের ঋণ শোধে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হোক বাংলা
বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে শায়েস্তাগঞ্জে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় ভাষা শহীদদের ঋণ শোধে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার এ দাবি তোলা হয়।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ ভোট কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুর রকিব। জাগো নিউজের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ওসি আনিসুর রহমান আনিছ, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, করাঙ্গীনিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক শায়েস্তাগঞ্জের সম্পাদক শাখায়াত হোসেন টিটু, পূর্বপশ্চিমবিডির জেলা প্রতিনিধি কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সৈয়দ এবাদুল হক শাহিন, কৃষিবিষয়ক সম্পাদক সেন্টু রায়, স্বপন শুক্লবৈদ্য, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক করিম হোসেন সেলিম, মোহাম্মদ শাহীন, জেনল ফ্রেন্ডস’র শেখ ইআর ইকবাল, সৈয়দ আরিফ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার ও সহ-সভাপতি হাবিবুর রহমান বিলাল প্রমুখ।

পৌর মেয়র বলেন, বাংলা ভাষা আমার মায়ের ভাষা। এ ভাষা জাতিসংঘে প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ভোট দিতে হবে। ভাষার জন্য জীবন দিয়েছেন রফিক জব্বার, সালাম বরকতসহ অনেকেই। তাই ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করতেই আমাদের দাবি জাতিসংঘের ৭ম ভাষা করা হোক।

বিশেষ অতিথি ওসি আনিসুর রহমান আনিস বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের রাষ্টভাষা বাংলা পেয়েছি। তাই জাতিসংঘের ৭ম ভাষা বাংলা চাই দাবির কার্যক্রমে ভোট দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।
কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমএস