গর্ব করে বলব বাংলার জন্য আমিও ভোট দিয়েছি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে মানিকগঞ্জে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে চলছে ভোটগ্রহণ।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

Manikgonj

জাগো নিউজের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বি এম খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, খান বাহাদুর আওয়াল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাব্বিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুরুষ খান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী প্রমুখ।

খান বাহাদুর আওয়াল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু বলেন, মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার দাবি আমাদের দীর্ঘদিনের। ইতোমধ্যে বাংলা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। এখন দাবি একটাই, জাতিসংঘে বাংলা ভাষা চাই। জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে ব্যবহারের দাবি জানাই।

Manikgonj

মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, জাতিসংঘে সপ্তম ভাষা হিসেবে বাংলা ব্যবহারের দাবিতে অনলাইন ভোটিং কাযক্রম জাগো নিউজের একটি প্রশংসনীয় উদ্যোগ। একই দাবিতে অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত।

জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন বলেন, বাঙালি জাতি যখন যা চেয়েছে তাই পেয়েছে। বাংলা ভাষার এরই মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। সপ্তম ভাষা হিসেবে জাতিসংঘে নিশ্চয় বাংলা ভাষাও ব্যবহার হবে একদিন। জাগো নিউজের মাধ্যমে অনলাইন ভোটিং কাযক্রমে অংশ নিয়ে আজ ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। একদিন গর্ব করে বলতে পারবো এ দাবিতে আমিও ভোট দিয়েছি।

Manikgonj

পরে একই দাবিতে সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতিসংঘে বাংলা ভাষার দাবিতে অনলাইনে ভোট দেন।

বি.এম খোরশেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।