গাজীপুরে এক জেএমবি সদস্য গ্রেফতার
গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকা থেকে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতার রাশেদ ওরফে মো. রাফিউল ইসলাম ওরফে লিখন (২০) বগুড়ার শাহজাহানপুর উপজেলার সোনাইদিঘী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার রাতে র্যাব-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক এএসপি মো. ফিরোজ কাউছার জানান, গত ১২ ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সোনালী ব্যাংক মোড় থেকে দশীয় অস্ত্র, জঙ্গিবাদী বই ও বৈদেশিক মুদ্রাসহ জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার থেকে লিখনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে রাশেদ জানিয়েছে, মাদরাসায় লেখাপড়া করার সময় ২০১৬ সালের ডিসেম্বর মাসে ইসমাইল রামে এক ব্যক্তির সাহচর্যে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয় সে। পরে নিয়মিত চাঁদা দেয়ার মাধ্যমে নিজেকে সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর