চাঁপাইনবাবগঞ্জে কাবিখা প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল জব্দ, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৯ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার নবাব অটো রাইস মিল থেকে কাবিখা প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল জব্দ করেছে র‌্যাব। এ সময় কাবিখা প্রকল্পের দুই সদস্যসহ খাদ্য পরিদর্শককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। এর আগে রাত ৮ টার পর থেকেই ওই রাইস মিলে অবস্থান নেয় র‌্যাব।

আটকরা হলেন- কাবিখা প্রকল্পের দুই সদস্য নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য বিথী রানী, আমিনুল ইসলাম ও শিবগঞ্জের খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানী।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ওই চাল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি কলেজের সামনে ব্রিকফিল্ড গুচ্ছগ্রামের উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু চালগুলো কাজে না লাগিয়ে বিক্রি করে দেয়া হয় নবাব অটো রাইস মিলের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে চালগুলো জব্দ করা হয়। চাল বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়। জব্দকৃত চালের মূল্য ৩৬ লাখ টাকা বলে জনান ওই কর্মকর্তা।

 

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।