ঘর-সংসার ছেড়ে এসে দ্বিতীয় বিয়ে, শেষমেষ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৪ মার্চ ২০১৮
ছবি-ফাইল

লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূ বিউটি আক্তার (২৪) ফরিদগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের মেয়ে ও রায়পুর শহরের নতুন বাজার এলাকার দিনমজুর আল আমিন মিয়ার দ্বিতীয় স্ত্রী।

নিহতের মা কোহিনুর বেগম জানান, বিউটি প্রায় এক বছর আগে প্রথম সংসার ভেঙে পরিবারের অমতে আল আমিনকে বিয়ে করে। বিয়ের দুমাস পর আল আমিনকে নিয়ে রায়পুরের নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। কিন্তু কয়েক দিন পরপর উভয়ের মধ্যে তুচ্ছ ঘটনায় ব্যাপক ঝগড়া ও মারামারি হতো। সোমবার রাতেও উভয়ের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে আল আমিন বিউটি আক্তারকে শ্বাসরোধে হত্যা করার পর আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান বলেন, এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।