নিখোঁজ চা দোকানির মরদেহ মিলল ডোবায়
সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নে জামাত আলী (২০) নামের এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের বেড়াখোলা গ্রামের একটি ডোবার কচুরীপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জামাত আলী ওই এলাকার বিশা মোল্লার ছেলে এবং স্থানীয় বাজারের চা দোকানদার।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, রোববার রাতে নিখোঁজ হয় জামাত আলী। পরিবারে লোকজন তাকে অনেক খোঁজাখঁজি করে পায়নি। পরে সোমবার সকালে স্থানীয়রা একটি ডোবায় কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরের কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি কিবরিয়া।
ইউসুফ দেওয়ান রাজু/ আরএ/পিআর