ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লা থেকে ১১ পিস ইয়াবাসহ শাকিল হোসেন (২৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধার পর দিয়ার ধানগড়া জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল ওই এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে ও ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধার পর দিয়ার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ শাকিলকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
ইউসফ দেওয়ান রাজু/আরএআর/পিআর