গণমনস্তাত্ত্বিক রোগে ৬০ ছাত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন ছাত্রী আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

গণমনস্তাত্ত্বিক রোগে (মাসসাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম।

Meherpur02

বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় আজ সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে নবম শ্রেণির ছাত্রী হাসি খাতুন অসুস্থতাবোধ করে। তাকে হাসপাতালে নেয়া হয়। পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল মেয়ে অসুস্থ হলে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, একজনের দেখাদেখি আতঙ্ক থেকে আরেকজন অসুস্থ হয়েছে। এটা তেমন কোনো রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় সকল ছাত্রী সুস্থ হয়ে উঠছে।

Meherpur03

প্রসঙ্গত, এর আগে গত ২৭ ও ২৮ মার্চ সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ ছাত্রী একইভাবে হাসপাতালে ভর্তি হয়। তাদের সবাই প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে।

আসিফ ইকবাল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।