টঙ্গীতে আগুনে পুড়েছে তুলার ৬ গুদাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৪ এপ্রিল ২০১৮
ছবি : শামসুর

টঙ্গীর মিল গেট (মন্নুনগর) এলাকায় মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে নিউ মন্নু কটন মিলের ৬টি তুলার গুদাম পুড়ে গেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতিকুর রহামান জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নিউ মন্নু কটন মিলের তুলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি এবং উত্তরা ফায়ারস্টেশন থেকে আরো ২টি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ৬টি গুদাম ও মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি।

Gazipur-Fire-(2)

আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বুধবার সকাল পৌনে ৯টার সময়ও সেখানে ডাম্পিংয়ের কাজ চলছিল।

আমনিুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।