চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি-খলিফাপাড়ার কসিমুদ্দিনের ছেলে সোহেল বাবু, বিশু খলিফার ছেলে দবির আলী ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম। রায় ঘোষণার সময় শুধু সোহেল বাবু আদালতে উপস্থিত ছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ৬ জুন রাতে সোহেল বাবু এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের হোসেনডাঙ্গার একটি বরই বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ সময় দবির ও আমিনুল তাকে নানানভাবে ভয়ভীতি দেখায়। পরে ওই নারীকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে সোহেল বাবুকে আটক করে। পরদিন ওই নারী বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।