নওগাঁয় জেএমবির দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বগুড়া ডিবি পুলিশ। বুধবার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার মান্দা উপজেলার মোশাররফ হোসেন (২৭) ও নিয়ামতপুর উপজেলার বালিচাদ গ্রামের জামিনুর রহমান (৪৫)।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নূরে আলম সিদ্দিকী বলেন, সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে মঙ্গলবার রাতে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বালিচাদ গ্রাম শ্বশুরবাড়ি থেকে জামিনুর রহমানকে গ্রেফতার করা হয়। জামিনুরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মোশাররফ হোসেন জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।