অধ্যক্ষকে মারধর, আ.লীগ-ছাত্রলীগকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

শেরপুর জমসেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে মারধরের ঘটনায় সদর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

মামলায় ওই কলেজের গভর্নিং বডির সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল ও তার ভাতিজা জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহমেদ শাকিলকে আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, প্রভাষক মোরশেদুল আলম, মিনালের চাচাত ভাই শহীদ ও হেলালসহ আরও চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

বুধবার সকালে জমসেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি করেন।

মামলায় অধ্যক্ষ শহিদুল উল্লেখ করেন, দাপ্তরিক কাজের কথা বলে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন মঙ্গলবার সকালে তাকে কলেজে ডেকে নিয়ে যান। পরে উপাধ্যক্ষের কক্ষে ডেকে নিয়ে চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করলে দুটি সাদা কাগজ বের করে অধ্যক্ষের পদ থেকে তাকে পদত্যাগ করতে বলেন। পদত্যাগ করতে অস্বীকার করায় তাকে ৫০ লাখ টাকার মুচলেকা দিতে বলেন।

একপর্যায়ে কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করলে সভাপতি উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। কিছুক্ষণ পর সভাপতির ভাতিজা ছাত্রলীগ নেতা শাকিল কলেজে থাকা কয়েকজন শিক্ষককে বের করে দিয়ে দরজা-জানালা বন্ধ করে চাচা-ভাতিজা মিলে তাকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বাদী হয়ে ৫০ লাখ টাকার একটি চাঁদাবাজি মামলা করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাকিম বাবুল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।