বদলি পরীক্ষা দিতে গিয়ে যুবক শ্রীঘরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৬ এপ্রিল ২০১৮

গাজীপুর জেলা শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে গিয়ে যুবক গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতের নাম ইয়াসিন আরাফাত (২৪)। তিনি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বরদই গ্রামের হাবিব উল্লাহর ছেলে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা জানান, বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে এইচএসসির ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় ওই কেন্দ্রের একটি কক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মানবিক শাখার সুব্রত মজুমদার নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে বদলি পরীক্ষা দিচ্ছিল ইয়াসিন। প্রবেশপত্রে লাগানো ছবিটির সঙ্গে ইয়াসিনের মিল না থাকার বিষয়টি কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষকের নজরে আসে।

বিষয়টি তাকে জানালে তিনি যাচাই-বাছাই করে ওই ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করেন। পরে ইয়াসিন বদলী পরীক্ষা দেয়ার কথা স্বীকার করেছে। ওই ভুয়া পরীক্ষার্থীকে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৩ ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।