মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কামারিয়া-নকলা সড়কে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জানু মিয়া (১৭) ও আব্দুস সালামের ছেলে রাজীব আহমেদ (১৮)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুল ইসলাম জানান, তাড়াকান্দি বাজার থেকে ওই দুই কিশোর পোলাদেশী গ্রামের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক জানু মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং রাজীবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।

হাকিম বাবুল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।