বাংলাদেশ-ভারত সীমান্তে বন্য হাতির বাচ্চা প্রসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

নেত্রকোনার দুর্গাাপুরে বিজয়পুর-ভারত সীমান্তের ওপার থেকে আসা একদল হাতির মধ্যে একটি মা হাতির বাচ্চা প্রসবের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ভারত থেকে চলতি বোরো মৌসুমে বাংলাদেশ সীমান্তের ধানের জমিতে ধান খেতে আসা এক দল হাতি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় বাংলাদেশের বিজয়পুর-ভারত সীমান্তে এক মা হাতি বাচ্চা প্রসব করে।

খবর পেয়ে ভারতের বনরক্ষী বাহিনী ও বাগমারা ক্যাম্পের বিএসএফ, বাচ্চাসহ মা হাতিটিকে ভারত সীমান্তে ফিরিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ভারত ও বাংলাদেশের হাজারো জনতা হাতি ও হাতির বাচ্চাকে দেখার জন্য সীমান্তে ভিড় জমায়।

বিজয়পুর সীমান্তের কোম্পানি কমান্ডার মি. শাজাহান বলেন, বোরো মৌসুমে প্রায় সময় ভারত থেকে হাতির দল আমাদের দেশে প্রবেশ করে। এ সময় আমরা সীমান্তে টহল জোরদার করি।

কামাল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।