মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত’ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১১ এপ্রিল ২০১৮

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর-আমতৈল সড়কের পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সন্দেহভাজন ডাকাত বলে দাবি পুলিশের।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি বোমা, দুটি ধারালো অস্ত্র ও একটি এলজি শাটারগান উদ্ধার করেছে পুলিশ। ডাকাতের গুলিতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

গাংনী থানার ওসি বলেন, হেমায়েতপুর গ্রাম থেকে আমতৈল-মানিকদিয়া গ্রামের যাওয়ার সড়কের পাশে আমান উল্লাহর কলা বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এ সময় পুলিশের দু’টি টহল দল কলাবাগানটি চারদিক থেকে ঘেরার চেষ্টা করে। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

গোলাগুলি থেমে গেলে অজ্ঞাত সন্দেহভাজন একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে পুলিশ পিকআপ ভ্যানে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।