বাগেরহাটে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি-ফাইল
বাগেরহাট অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বয়াসিংগা গ্রামের খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন জানান, সকালে ওই এলাকার জনৈক লুৎফর রহমান মাস্টারের ঘেরের দক্ষিণ-পশ্চিম দিকে খালের পাড়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ওই নারীকে শ্বাসরোধ করে গলা কেটে হত্যার পর মরদেহ খালের পাড়ে ফেলে রাখা হয়। হত্যার কারণ এবং নিহতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শওকত আলী বাবু/এএম/জেআইএম