পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর খনন করতে গিয়ে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে শ্রমিকরা।

শুক্রবার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রাম থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের জাবেদ আলীর একটি পরিত্যক্ত পুকুর খনন করার সময় মর্টারশেলটি দেখতে পান শ্রমিকরা। পরে স্থানীয়রা হাতীবান্ধা থানা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানা পুলিশের পরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্টারশেলটি পুরাতন। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি কোনো কারণে মাটির নিচে চাপা পড়েছিল।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।