বাংলাদেশি শিশুসহ ৮ নারীকে ফেরত দিল ভারত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন হয়ে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশের প্রতিনিধি দল বাংলাদেশের শিবগঞ্জ থানা পুলিশের প্রতিনিধির নিকট তাদেরকে হস্তান্তর করে। পরে শিশুসহ ওই ৮ নারীকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

তারা হলেন- বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী পূর্বপাড়ার বাচ্চু মিয়ার মেয়ে শাপলা খাতুন (২৭), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সফি রহমানের মেয়ে নুরুন নেসা (২০), জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার আঠাপাড়ার আবদুল আজিজের মেয়ে রোজিনা খাতুন (১৩), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ধলেশ্বরী কলাগাছীর মেরাজুল ব্যাপারী মিয়ার মেয়ে সেলিনা বেগম (২০), কুড়িগ্রামের নাকেশ্বরী উপজেলার রামখানা দিঘির পাড়ের জামিরুল ইসলামের মেয়ে জেসমিন খাতুন (১৬), ঢাকার গুলশানের বুটঘাটের আবুল কাশেম ফটিক আলীর মেয়ে খাদিজা খাতুন (২০), খুলনার দৌলপুর উপজেলার দেওয়ান মোল্লাপাড়ার সোহাগী খাতুন (১৩) ও তার ছোট বোন আগরী খাতুন (৭)।

এছাড়া তারা জানিয়েছে, ভারতের সেফহোমে বাংলাদেশি আরও ৮ জন নারী ও শিশু আটক রয়েছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে ওই শিশু ও নারীদেরকে তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। তারা সকলে প্রায় ৫ থেকে ৬ বছর আগে পাচারকারীদের কবলে পড়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন, উপ-পরিদর্শক রনি কুমার দাস, ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টরা।

মোহা. আব্দুল্লাহ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।