পরকীয়ায় সাহায্য করায় কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২০ এপ্রিল ২০১৮

কিশোরগঞ্জের যশোদলে পূর্ব শত্রুতার জেরে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় আমাটি শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকারী জাকির হোসেনকে (২৬) আটক করেছে।

পুলিশ জানায়, আমাটি শিবপুর গ্রামের মৃত মোতালিবের ছেলে কাঠমিস্ত্রি চান মিয়া যশোদল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাকির (২৬) ধারালো দা দিয়ে তার ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ যশোদল এলাকা থেকে জাকিরকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুশামা মো. ইকবাল হায়াত জানান, নিহত চান মিয়া কাঠমিস্ত্রি পেশার পাশাপাশি কবিরাজি করতেন। ঘাতক জাকিরের দাবি অনুযায়ী জাকিরের স্ত্রীর সঙ্গে অনেকের পরকিয়া ছিল। আর এ কাজের সহযোগিতা করত চান মিয়া। এজন্য ক্ষুব্ধ হয়ে চান মিয়াকে হত্যা করেছে বলে সে পুলিশের কাছে স্বীকার করে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।