মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানান, বুধবার সকাল ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশের নগর স্টেশনের আউটারের হোম সিগনালের মাঝামাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে কালনী এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের মৃত্যুর খবর পেয়ে রাত ৩টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সকাল ৮টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রিপন দে/এফএ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।