ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৪ মে ২০১৮
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব ২য় রেলওয়ে সেতু সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে। তার পরনে ছিল কালার শার্ট ও প্যান্ট।

পুলিশ জানায়, ভোরে চট্টগ্রাম-ঢাকাগামী সুবর্ণা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করেছে পুলিশ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, কী কারণে কেমন করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।