হত্যাসহ ৮ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৬ মে ২০১৮

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিহত সনি হত্যা মামলার প্রধান আসামি বিপুল প্রামানিককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল উত্তর পাড়ার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিপুল গোকুল উত্তর পাড়ার গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। হত্যা ছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক নাশকতায় আরও সাতটি মামলা রয়েছে।

বগুড়া সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে গোকুল উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আসামি বিপুলকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

লিমন বাসার/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।