বগুড়ায় ফসলের মাঠে গলাকাটা ৪ মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৭ মে ২০১৮

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর পাথার এলাকার একটি ফসলের মাঠ থেকে গলাকাটা চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ধারণা করছে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে।

তবে নিহতদের মধ্যে ৩ জন স্থানীয় কাঠগড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন আটমূল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।