বগুড়া পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১২ মে ২০১৮

বগুড়া পৌরসভার আগামী ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট ৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয়-ব্যয় একই দেখানো হয়েছে। এবারের বাজেটে পৌরকর বৃদ্ধির মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।

শনিবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন মেয়র অ্যাডভোকেট একে এম মাহবুবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

এতে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, পৌর সচিব ইমরোজ মুজিব, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র নিলুফা কুদ্দুস, কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ ও রোস্তম আলী প্রমুখ।

বাজেট বক্তব্যে মেয়র মাহবুব বলেন, পৌর এলাকার সকল কাঁচা রাস্তা কার্পেটিং, সোলিং ও সিসি রাস্তায় পরিণত করতে প্রায় ২শ কোটি টাকার প্রয়োজন। পৌর এলাকায় জেলা পরিষদের ৭টি রাস্তা মেরামতের অনুরোধ জানানো হয়েছে। সার্কিট হাউস থেকে সাতমাথা পর্যন্ত বিদ্যমান ফুটপাত প্রশস্তকরণ ও আধুনিকীকরণসহ আগামী অর্থ বছরে আরও নতুন ফুটপাত নির্মাণ করা হবে।

শহরের সাতমাথায় যানজট নিরসনে সড়ক মহাসড়ক বিভাগ কর্তৃক ডিভাইডার নকশা বাস্তবায়ন ও সাতমাথার একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।