ঠাঁই হলো আলেফার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১২ মে ২০১৮

বগুড়ার শিবগঞ্জে স্বামী পরিত্যক্তা বৃদ্ধা অালেফা বেগমকে (৬৫) মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি ঘর দেয়া হয়েছে। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা খরচ করে তাকে টিনের একটি ঘর তৈরি করে দেন।

শনিবার দুপুরে পৌর এলাকার অর্জুনপুর মহল্লার মোত্তালেব মিয়ার সাবেক স্ত্রী অালেফা বেগমকে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়।

অর্জুনপুর মহল্লার বাসিন্দা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া বলেন, অনেক আগেই স্বামী তাকে ছেড়ে চলে যায়। এক ছেলে ও এক মেয়ে নিয়ে অালেফার সংসার। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগেই। ছেলে মাদকাসক্ত। বিয়েও করেছে। রাস্তার পাশে একটি ঘর তুলে ছেলে বউ নিয়ে থাকে। মা অালেফা আট বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ে পাড়া-প্রতিবেশীর বারান্দায় শুয়ে রাতযাপন করেন।

Bogrura.Pic

তার এই কষ্ট দেখে সবার হৃদয় নাড়া দিলেও সামর্থ্যের অভাবে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি পৌর মেয়রকে জানালে তিনি ঘর নির্মাণে এগিয়ে আসেন। তিন দিন ধরে পরিশ্রম করে টিন, বাঁশ, কাঠ দিয়ে ঘরটি তৈরি করা হয়।

মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, আলেফা বেগমের দুঃখের কথা শুনে কষ্ট পাই। এ জন্য নিজ তহবিল থেকে মাথা গোঁজার মতো ঘরটি নির্মাণ করে দিই।

আলেফা বেগমকে ঘরের চাবি বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম ও মোমিনুল ইসলাম মমিন প্রমুখ।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।