ঝালকাঠিতে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৫ মে ২০১৮

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল বাশার খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে সাত হাজার ৭৪০ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. ওয়ারেচ আলী খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪০৯ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন মৃধা হাতপাখা প্রতীকে পেয়েছেন ২১১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী মো. আরিফুর রহমান জামাল রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট এবং বিএনপি নেতা (বিদ্রোহী প্রার্থী) আব্দুল ওয়াহেদ জোমাদ্দার আনারস প্রতীকে পেয়েছেন ৬৩।

সীমানা জটিলতার কারণে দুই দফায় এ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ হওয়ার পরে সব জটিলতা কাটিয়ে মঙ্গলবার ভোটগ্রহণ করা হয়।

আতিকুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।