ঝালকাঠি সরকারি কলেজে ৪টি বিষয়ে মাস্টার্স অনুমোদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৮ মে ২০১৮

ঝালকাঠি সরকারি কলেজে ৪টি বিষয়ে মাস্টার্স পাঠদানে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়গুলো হলো, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্র বিজ্ঞান ও ইসলামের ইতিহাস।

এ কলেজে বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্র বিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস ব্যাপারী জানান, কলেজে বর্তমানে ৮টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। মাস্টার্স কোর্স চালুর ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করি। সেখান থেকে সম্প্রতি এ চারটি বিষয়ে অনুমোদন পেয়েছি।

তিনি বলেন, এসব বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। সেখান থেকে ভিজিটর এসে সরেজমিন (কলেজ) পরিদর্শন করে প্রতিবেদন দিলে মাস্টার্স কোর্স চালু করা হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থী নয়ন হাওলাদার ও রুবিনা আক্তার জানায়, সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করা হলে বরিশাল বিএম কলেজসহ দূর-দুরান্তের কলেজে মাস্টার্সে ভর্তি হবার জন্য ছুটতে হবে না। বাড়িতে থেকেই উচ্চ শিক্ষা অর্জন করতে পারবো।

আতিকুর রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।