কৃষকের স্বপ্ন ভাঙল কারা?
পূর্ব-শত্রুতার জের ধরে ফরিদপুরে রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের পেঁপে বাগানের ৫৪টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পেঁপে বাগানটি ঘিরে কৃষকের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন এক রাতে ভেঙে দিলো কারা?
শনিবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের দরিদ্র কৃষক রবিউল শেখের পেঁপে বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের দরিদ্র কৃষক রবিউল শেখ ঋণ নিয়ে বাড়ির পাশে ৬৫ শতাংশ জমিতে পেঁপে গাছ লাগান। বর্তমানে ওই গাছগুলোতে পেঁপের গুটি এসেছে। শনিবার রাতে ওই পেঁপে বাগানের ৫৪টি পেঁপে গাছ কেটে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। পাশাপাশি একই খেতে মরিচ গাছের চারা লাগানো হয়েছিল। মরিচের চারারও ব্যাপক ক্ষতি করে তারা।
কৃষক রবিউল শেখের অভিযোগ, পূর্ব-শত্রুতার জের ধরে আলামপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যা আমার পেঁপে বাগানের ৫৪টি গাছ কেটে ফেলেছে। গাছগুলোতে পেঁপে ধরা শুরু করেছে মাত্র।
তিনি বলেন, ঋণ করে বাগানটি করেছি। বাগানকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। অনেক বড় ক্ষতি হয়ে গেলো আমার। প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কীভাবে এই ক্ষতি পূরণ হবে আমার। এ ঘটনায় জাফর মোল্যা ও জাকির মোল্যার নামে মধুখালী থানায় অভিযোগ দিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানা পুলিশের এএসআই মিল্টন বালা জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অভিযুক্ত জাফর মোল্যা ও জাকির মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এএম/পিআর