করতোয়ায় ডুবে দুই ভাই নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৮ মে ২০১৮
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়ায় নানাবাড়ি বেড়াতে গিয়ে করতোয়া নদীতে ডুবে দুই শিশু মারা গেছে। রোববার দুপুরে তারা ডুবে গেলে সন্ধ্যায় স্থানীয় লোকজন মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলো- বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কলোনীপাড়ার আব্দুল হাকিমের দুই ছেলে রিপন (৬) ও রিফাত (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিপন ও রিফাত বাড়ির পাশে মাড়েয়া কাউয়াখাল গুচ্ছগ্রাম এলাকায় নানা অলিয়ার রহমানের বাড়িতে বেড়াতে যায়। তাদের বাসায় রেখে নানা অলিয়ার বাইরে গেলে দুই ভাই বাড়ির পাশে করতোয়া নদীর কাছে যায়। বিকেল পর্যন্ত দুই নাতিকে বাসায় না পেয়ে খুঁজতে বের হন নানা। এক পর্যায়ে নদীর পাড়ে শিশুদের একটি প্যান্ট দেখতে পাওয়া যায়। সন্ধ্যায় পরিবারের লোকজনসহ স্থানীরা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মাড়েয়া ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামিম বলেন, রিপন ও রিফাত সম্ভবত কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। এরপর তারা পানিতে ডুবে যায়।

বোদা থানা পুলিশের ওসি একেএম নুরুল ইসলাম বলেন, নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনা আসলেই দুঃখজনক।

সফিকুল আলম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।