রাজশাহীতে গ্রেফতার ৩৮
রাজশাহী নগরীতে আলাদা অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে নগর পুলিশের আলাদা দল তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৬, চন্দ্রিমা থানা ২, মতিহার থানা ৯, শাহমখদুম থানা ১, পবা থানা ১, কাশিয়াডাঙ্গা থানা ৭, কর্ণহার থানা ১ এবং দামকুড়া থানা একজনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ১৭ জনই ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অপরাধে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ৮৪ পিস ইয়াবা, ৩৭৫ গ্রাম গাঁজা, ১৪ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২ বোতল ফেনসিডিল এবং ২ গ্রাম হেরোইন গ্রেফতার করা হয়েছে ১২ জনকে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরের পর তাদের আদালতে তোলে পুলিশ। পরে আদালত আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস