ফরিদপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৩ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাজধরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার মাগুরা গ্রামে। মনিরুল কাভার্ডভান চালানোর পাশাপাশি মাদক ব্যবসা করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই মো. সাজ্জাদ হোসেন ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকায় বুধবার চেকপোস্ট বসায়। দুপুর ১২টার দিকে মুক্তি ট্রান্সপোর্ট নামে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে গুপ্তস্থানের একটি বক্স থেকে ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়ির চালক মনিরুল ইসলামকে আটক করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বেনাপোল থেকে ঢাকাগামী মুক্তি ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৯৩ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী গাড়ি চালককেও আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএআর/আরআইপি