ফরিদপুরে পাউবোর জায়গা দখল করে দোকান নির্মাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৩০ মে ২০১৮

ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর মোড় এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তরের কোনো তদারকি না থাকায় ওই জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন উপজেলার পূর্ব-শ্যামপুর গ্রামের মালেক বেপারীর ছেলে মো. বাহাদুর বেপারী। বাহাদুর বেপারী ওই মোড় এলাকার বেপারী এন্টার প্রাইজের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদরপুর কার্যালয়ের ৯১ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে অধিকাংশ জমিই বেদখলে চলে গেছে। জেলার ভাঙ্গা উপজেলায় তাদের অফিস রয়েছে। সদরপুর উপজেলা শাখার ভবন জরাজীর্ণ থাকায় অফিস করার অনুপযোগী অবস্থায় রয়েছে। বেশির ভাগ সময়ে ভাঙ্গা উপজেলা অফিসে বসে তাদের অফিসের কার্যক্রম চালান কর্মকর্তারা।

মাঝে মধ্যে দায়িত্বরত কর্মকর্তা আসেন দেখতে। সদরপুর-ফরিদপুর সড়কের শ্যামপুর এলাকার বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন হওয়ায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠে জায়গাটি। এলাকার প্রভাবশালীর চোখে পড়ায় বিভিন্ন কলাকৌশল ও অফিসের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সদরপুর অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. সামসুল হক জানান, আমরা অনেক নিষেধ করা সত্ত্বেও আমাদের অনুপস্থিতে বাহাদুর বেপারী অবৈধভাবেভাবে অফিসের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে দখলদার মো. বাহাদুর বেপারীর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।