১২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩১ মে ২০১৮

লালমনিরহাটে বিজিবি অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলায় বিজিবির আওতাধীন বিওপির টহল দলের সদস্যরা এসব উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) লালমনিরহাটের আওতাধীন বিওপির টহল দল দুপুরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি নামক এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে। এ সময় বিওপির টহল দলের সদস্যরা ১০৭টি ভারতীয় থ্রিপিস, ২৪টি শাড়ি এবং ওড়না উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামাল কাস্টম অফিসে জমা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, সীমান্তে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

রবিউল হাসান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।