চাঁদপুরে আ.লীগ নেত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৫ জুন ২০১৮
ছবি-প্রতীকী

চাঁদপুর শহরে নিজ বাসায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সী (৫৫) খুনের ঘটনায় স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

মঙ্গলবার ভোরে চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আটক করা হয়।

এর আগে সোমবার রাতে চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসার দ্বিতীয় তলায় খুন হন শাহীন সুলতানা ফেন্সি। হত্যাকাণ্ডের পরপরই
মঙ্গলবার নিহত ফেন্সীর ভাই ফোরকান খান বাদী হয়ে নিহতের স্বামী জহিরুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখা জহিরসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অধ্যাপিকা শাহীন সুলতানা ফেন্সি তিন কন্যা সন্তানের জননী। তার দুই মেয়ে ইউরোপে এবং এক মেয়ে কুমিল্লা মেডিকেলের ছাত্রী। তার স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম বেশির ভাগ সময়েই শহরের নাজিরপাড়ায় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। দ্বিতীয় বিয়ে করা নিয়ে দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল।

ইকরাম চৌধুরী/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।